Species Details

@MSH Sourav (TU Dresden, Germany);

ভাত শালিক Did you see this animal?

Scientific Name : Sturnia malabarica
Family : Sturnidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়
 
Description : ভাত শালিক একটি অতিপরিচিত মাঝারি আকারের বাদামি পাখি যার পাখায় সাদা পট্টি ও হলুদ চামড়াযুক্ত মুখ রয়েছে। এরা লম্বায় প্রায় ২৩সেমি ,ওজনে ১১০ গ্রাম, পাখা ১৪.৪ সেমি, ঠোঁট ২.৭ সেমি,টারসাস ৩.৮ সেমি ,লেজ ৮.৫ সেমি ।এর উজ্জ্বল কালো মাথা,বুকের ওপরের অংশ ও পেটের ওপরের দুইপাশ ব্যতিত সারা শরীর দেখতে গাঢ় বাদামি। পাখার সাদা পট্টি ও লেজের সাদা অগ্রভাগ উড্ডয়নের সময় দৃশ্যমান হয়।এর সাদা পায়ুঅঞ্চল ,ঘাড়ের কাছে ও চোখের পিছনে হলুদ তালি রয়েছে।এর চোখের পাতা সাদা ছাপযুক্ত বাদামি বা লালচে বাদামি,বাদামিভাব-সবুজ নিচের ঠোটযুক্ত হলুদাভ ঠোঁট এবং এর মুখ পাথুরে রঙয়ের ।এর হলুদ পা,পায়ের পাতা ও নখর রয়েছে।পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একইরকম।এরা সর্বভুক পাখি এবং ফল,শস্য,পোকা,মধূ, রান্না ঘরের উচ্ছিষ্ঠ,মৃত প্রানী খেয়ে থাকে।এরা মার্চ-সেপ্টেম্বর মাসে প্রজন করে ।
 
Distribution in Bangladesh

Species groups

References:
description written by:Sharmin Rahman,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;Photo credit and copyright:MSH Sourav (TU Dresden, Germany);taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;more information, please contact us.