The reason you need

Help Animals

Animals World accreditation standards. Members are proactive in both undertaking and applying animal welfare scientific research, contributing
Click Here To Discover More

Google play

Download our APP WildMentor

বাঁচবো প্রকৃতি নিয়ে

ওয়াইল্ডমেন্টর একটি বহুদেশীও বিজ্ঞানীদের দ্বারা প্রতিঠিত একটি আন্তর্জাতিক প্রতিঠান যা মানুষকে প্রকৃতি সংরক্ষণে উৎসাহ প্রদান করে। ওয়াইল্ডমেন্টর গবেষকদলের বিভিন্ন গবেষণা কার্যক্রমের মধ্যে মোবাইল এপ্লিকেশন অন্যতম। এই মোবাইল এপ্লিকেশনে বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন বন্যপ্রাণীর সহজবোধ্য বিবরণ, তাদের ছবি এবং তাদের বিস্তৃতি সহজিকরেন করেন গবেষকগণ বর্ণনা করেছেন। ওয়াইল্ডমেন্টর এপ্লিকেশনটির প্রধান উদ্দেশ্য হলো, ব্যবহারকারীরা যেন তাদের দেখা প্রাণিদের ছবি এবং পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্যাদি দিয়ে জীবৈচিত্র সংরক্ষণে করতে অবদান রাখতে পারে। ওয়াইল্ডমেন্টর গবেষকদলে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই এপ্লিকেশনটি বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এর ফলে সবচেয়ে বিপদজনক দেশগুলোর একটি। বাংলাদেশের মানুষের জন্য নিজেদের ভাষায় কোনো অ্যাপ না থাকার কারণে, আমাদের সিটিজেন সায়েন্স ভিত্তিক মোবাইল অ্যাপ বাংলাদেশের সাধারণ মানুষকে জীবৈচিত্র সম্পর্কে তাদের প্রয়োজনীয় তথ্যের একমাত্র মাধ্যম হতে পারে। আমাদের মোবাইল এপ্লিকেশনটি জনসাধারণের ব্যবহারের জন্য তৈরী করা হয়েছে।


অ্যাপ ব্যবহারের সুবিধাসমূহ
  • আমাদের গবেষক দলের সদস্যগণ বিভিন্নদেশের বিভিন্ন গবেষকদলে কাজ করে থাকেন। আপনি ও চাইলে আমাদের গবেষক দলে যোগ দিতে পারবেন।
  • বাংলাদেশের জীববৈচিত্র সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে ডিজিটাল মাধ্যমে আমরাই অগ্রদূত।
  • আমাদের মোবাইল এপ্লিকেশনটি জনসাধারণের জন্য খুব সহজবোদ্ধ ভাবে উপস্থাপনা করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করতে যাতে সাধারণ মানুষ জীববৈচিত্র সম্পর্কে জানতে পারে।
  • আপিন ও হতে পারেন আমাদের গবেষক দলের একজন।
  • একটি আন্তর্জাতিক গবেষণা দলে কাজ করতে চাইলে যুক্ত হন আমাদের সাথে।
  • বাংলাদেশ জলবায়ু হুমকির সম্মুখীন । বন্যপ্রাণি পর্যবেক্ষণ এবং সচেতন্তা বৃদ্ধির মাধ্যমে করে বাংলাদেশেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিরুদ্ধে লড়াইতে সহায়তা করুন।
  • ইন্টারনেট বিহীন ভাবে আমাদের এপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে যোগাযোগ করুন আমাদের সাথে।
  • আমরা জানতে চাই, শিখতে চাই আপনার থেকে। যুক্ত থাকুন আমাদের সাথে জীববৈচিত্র বাঁচানোর সংগ্রামে।
  • বৈজ্ঞানিক যে কোনো তথ্যের জন্য বা যেকোনো প্রয়োজনে আস্থা রাখতে পারেন আমাদের গবেষকদের উপর।