১. প্রকৃতি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশের মানুষকে সংযুক্ত করা।
২. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ও টেকসই ব্যবহার নিশ্চিত করা।
৩. জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং এবং দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যে কাজ করা।
৪. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নারী ও পুরুষের মধ্যে সমতার ক্ষেত্র তৈরিতে সহযোগিতা করা এবং এবং দারিদ্রতা কমানোর জন্য জনগণের মধ্যে গবেষণালব্দ জ্ঞান ছড়িয়ে দেয়া।
৫. Convention on Biological Diversity (CBD), International Union for Conservation (IUCN), United Nations (UN) ইত্যাদি নীতির আলোকে বাংলাদেশের আগামীর লক্ষ্য অর্জনে সহযোগিতা করা।
৬. প্রয়োজন অনুযায়ী গবেষণা, নীতি নির্ধারণ, পরিচালনা সহ প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদের সাথে সম্পর্কিত অন্যান্য ক্ষেত্রগুলির উপর গুরুত্ব আরোপ করা এবং অন্য গবেষণা সংখাগুলুর সাথে এক হয়ে কাজ করা।
৭. উদ্ভিদ এবং প্রাণীর বিষয়ক টেকসই গবেষণা কার্যক্রম আরম্ভ করা। নতুন গবেষণা নতুন দিগন্তের সূচনা করবে।
৮. জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে সহযোগী হয়ে কাজ করা।
৯. জীববৈচিত্র সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রাতিষ্ঠানিক কিংবা দেশি বিদেশী গবেষকদের সাথে নিয়ে যৌথ গবেষণা পরিচালনা করা।
১০. গবেষণা কর্ম প্রকাশ করা এবং গবেষণার সাবজনীন প্রাপ্তি নিশ্চিত করা।
১১. পরিবেশের উন্নয়নের জন্য পরিবেশবান্ধব সমাধান এবং পরিবেশ সুরক্ষা করার জন্য কাজ করা।
১২. নারী পুরুষের মধ্যে সমতার আনায়নের জন্য নারীদের প্রশিক্ষণ দেয়া এবং লিঙ্গ সমতাকে তুলে ধরা।