Species Details

@John Clough

খয়েরাপিঠ দামা Did you see this animal?

Scientific Name : Aplonis panayensis
Family : Sturnidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায়
 
Description : খয়েরাপিঠ দামা একটি আঁশযুক্ত ,জলপাই বাদামি পৃষ্ঠ ও ফ্যাকাশে চোখের চারপাশযুক্ত অতিথি পাখি।এরা লম্বায় প্রায় ২৭সেমি,ওজনে ৯১.৫গ্রাম,পাখা ১৪সেমি, ঠোঁট ২.৬ সেমি, টারসাস ৩.৭ সেমি ,লেজ ৯.৫ সেমি ।প্রাপ্তবয়স্ক পাখির পৃষ্ঠ বাদামি এবং অঙ্কীয়দেশে ঘনভাবে আঁশের মতো দাগযুক্ত।এর পাখায় ও পাখার অগ্রভাগের পালকের মধ্যে সুক্ষ দাগ রয়েছে,বুক ও পেটের দুইপাশে অর্ধ চন্দ্রাকৃতির গাঢ় বাদামি দাগযুক্ত ঘন আশের মতো দাগ দেখা যায়।এর বুকে ও পেটে হলুদাভ ছটা দৃশ্যমান ।ওড়ার সময় পাখার সাদা দাগটি লক্ষনীয় হয় না হলে পাখা দ্বারা লুকায়িত থাকে।এর ঠোঁট ধূসর হলুদ গোড়া ও নিচের পাটিযুক্ত বাদামিভাব-কালো।এর চোখ বাদামি,বাদামিভাব গোলাপি পা ও পায়ের পাতা ,লালচে বাদামি নখর রয়েছে।পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একই রকম।এরা মে-জুলাই মাসে প্রজনন করে ।এরা পোকা ,শামূক, আঙুর ও বীজ খেয়ে থাকে।
 
Distribution in Bangladesh

Species groups

References:
description written by:Sharmin Rahman,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;photo credit: John Clough(www.inaturalist.org/people/John Clough),photo shared from iNaturalist, photo copyright reserved according to iNaturalist rules;more information, please contact us.