Scientific Name : Dicaeum agile
Family : Dicaeidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : আমাদের চিরসবুজ বনে দেখতে পাওয়া যায়
Description : কমলাপেট ফুলঝুরি কমলা পেট ও কোমড় যুক্ত একটি ক্ষুদ্র অতিথি পাখি।এরা লম্বায় প্রায় ৯ সেমি ,পাখা ৪.৮ সেমি ,ঠোট ১.৩ সেমি, টারসাস ১.৩ সেমি ,লেজ ২.৫ সেমি।পুরুষ ও স্ত্রী পাখি দেখতে আলাদা।পুরুষ পাখির নীলাভ ধূসর ঝুটি,গ্রীবা ,পাখা ও লেজ দেখা যায় এবং লালচে কমলা বর্ণের পিঠ কোমড়ের কাছাকাছি ও লেজের দুইপাশে হলুদাভ কমলা রঙ ধারন করে ।ঠোট ও বুকের ওপরের অংশ ধূসর,বুকের নীচের অংশ,পেট এবং পায়ু কমলা রঙ্গের।এর বাদামি চোখের পাতা ,পাতলা কালো ঠোঁট অপরিষ্কার কালো পা ও পায়ের পাতা। স্ত্রী পাখির কমলা রঙের কোমড় ব্যাতিত ধূসর জলপাই রঙের পৃষ্ঠ,ফ্যাকাশে ধূসর বর্ণের গলা, জলপাই হলুদ রঙের পেটের দুইপাশ এবং পেট ও বুকের মাঝ বরাবর কমলা রঙ দেখা যায়।এর ধূসর চোখের পাতাএবং লালচে বাদামি ঠোট দেখা যায়।এরা এপ্রিল-মে মাসে প্রজনন করে ।এরা পোকা-মাকড়,মধূ,ও আঙুর জাতীয় ফল খায়।
Distribution in Bangladesh
References:
description written by:Sharmin Rahman,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;photo credit: Dave Curtis(www.inaturalist.org/people/ Dave Curtis),photo shared from iNaturalist, photo copyright reserved according to iNaturalist rules;taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;bird song owner:David Farrow(www.xeno-canto.org/David Farrow), bird sound copyright reserved according to www.xeno-canto.org rules; more information, please contact us.