Scientific Name : Aegithina tiphia
Family : Aegithinidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Other Name : তৌফিক
Habitat : আমাদের বন ও গ্রামাঞ্চলে দেখতে পাওয়া যায়
Description : পাতি ফটিকজল একটি ছোট দেহের পাখু।দেহ সবুজ এবং হলুদ রঙের।দৈর্ঘ্য ১৪ সেমি,ওজন ১৫গ্রাম,ডানা ৬.৪ সেমি, ঠোট ২ সেমি,নখর ২ সেমি,লেজ ৫ সে.মি।প্রজনন সময়ে পুরুষ পাখি উপর থেকে কালো-সবুজ এবং নীচ থেকে হলুদ দেখায়।অপ্রজননকারী পুরুষ পাখির উপরের অংশ হলুদ-সবুজ,হলুদ কপাল,হালকা হলুদ নিম্নাংশ এবং সবুজ-বাদামী ডানা।মহিলা পাখি দেখতে অ-প্রজননকারী পুরুষের মতো। এটি বন, বনভূমি এবং বাগান সহ খোলা আবাসস্থলে পাওয়া যায়। এরা প্রাথমিকভাবে পোকামাকড় খায়, যেগুলি এটি বসে থাকার সময় বা উড়ে যাওয়ার সময় ধরে। এরা প্রায়শই গাছ এবং ঝোপের মধ্যে ঘুরতে দেখা যায়। এরা বিভিন্ন ধরনের ডাক এবং গান করতে পারে। এরা জোড়ায় জোড়ায় প্রজনন করে, গাছ বা ঝোপের মধ্যে উদ্ভিদের উপকরণ থেকে কাপ আকৃতির বাসা তৈরি করে। স্ত্রী ৩/৪টি ডিম পাড়ে, যা প্রায় ১৩-১৪দিন ধরে মা-বাবা সেবা যত্ন করে।
Distribution in Bangladesh
References:
description written by:Seam Ferdous Emon,Department of Zoology, University of Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;Photo credit and copyright: Syed Abbas; taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;more information, please contact us.