Species Details

@Hussain, Sajjad (www.fishbase.se)

Barilius vagra

ভাগ্রা Did you see this animal?

Scientific Name : Barilius vagra
Family : Cyprinidae
Order : Cypriniformes
Class : Actinopterygii
Phylum : Chordata
Other Name : কোকশা,কোক্সা,ভেগ্রা
Habitat : নদী,জলাশয়
 
Description : ভাগ্রা মাছের মাঝারি আকারের মুখ এবং লম্বা চোয়াল থাকে। এ মাছটির একটি সরু, লম্বাটে শরীর রয়েছে। এটির দুটি জোড়া ফিসকারের মতো বারবেল রয়েছে - একটি এর নাকের কাছে (রোস্ট্রাল) এবং আরেকটি এর উপরের চোয়ালের কাছে (ম্যাক্সিলারি)। এর পাশে, আপনি একটি লাইনে প্রায় ৪৪-৪৮টি আশ গণনা করা যায়। এর পেক্টোরাল এবং পেলভিক উভয় পাখনাগুলির গোড়ায় ভালভাবে বিকশিত আঁশ রয়েছে। এর লেজ (কডাল পাখনা) সমান লব দিয়ে কাঁটাযুক্ত।
শরীরের রং রূপালী ১৩-১৮টি নীলাভ দাগ, বেশিরভাগই পার্শ্বীয় রেখার উপরে থাকে।
এর পাখনাগুলো বেশ নজরকাড়া, সাধারণত উজ্জ্বল গোলাপি বা হলুদাভ হয়।
এর মাথাটি তার শরীরের আদর্শ দৈর্ঘ্যের আকারের প্রায় ৪.৩-৪.৬ গুণ এবং এর মোট দৈর্ঘ্যের ৫.৪-৫.৭ গুণ।
এর দেহের উচ্চতা এটির আদর্শ দৈর্ঘ্যের আকারের প্রায় ৪.৫-৪.৬ গুণ এবং এর মোট দৈর্ঘ্যের ৫.৫-৫.৬ গুণ।
চোখের আকার তার মাথার আকারের প্রায় ৩.২-৩.৬ গুণ।
এর চোখের মাঝখানের স্থান (আন্তঃকক্ষ) এর মাথার আকারের ০.৯-১.০ গুণ পরিবর্তিত হয়।
এর পাখনাতে ৯টি পৃষ্ঠীয় পাখনা রশ্মি রয়েছে, যার সামনের অংশে ২টি এবং পিছনে ৭টি রয়েছে৷
এর পেক্টোরাল পাখনায় ১৪টি রশ্মি রয়েছে।
এর শ্রোণী পাখনায় ৯টি রশ্মি।
পুচ্ছ পাখনায় সাধারণত ১৪-১৫টি রশ্মি থাকে, সামনের অংশে ২টি এবং পিছনে ১১-১২টি রশ্মি থাকে।
এই মাছ সাধারণত প্রায় ১২.৫ সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি পায় এবং পাহাড়ের কাছাকাছি স্রোত এবং নদীতে পাওয়া যায়। এটি দিনাজপুর এবং যমুনা নদীর আশেপাশের নদী ও খালেও রয়েছে।
 
References:
description written by: Zarin Tasnim, Department of Zoology,Universityof Dhaka; Information sources: www.fishbase.in, Encyclopedia of flora and fauna of Bangladesh(volume 23).photo credit and copyright:Hussain, Sajjad ([email protected] ),www.fishbase.se. more information please contact with us.