@makitani (www.inaturalist.org)
Scientific Name : Bagarius bagarius
Family : Sisoridae
Order : Silurifirmes
Class : Actinopterygii
Phylum : Chordata
Other Name : বাঘারি,বাঘ মাছ
Habitat : বড় নদীর দ্রুত ও পাথুরে জলাশয়,বড় নদীর স্রোত,হ্রদ।
Description : বাঘারি মাছের দেহ শরীর এবং চাপা মাথা বিদ্যমান।নিচের দিকে প্রসারিত মুখ 4 জোড়া স্পর্শী বহন করে।অনিয়মিত কালো রেখা এবং এর মধ্যে দাগ বিদ্যমান।শরীর ধূসর বা হালকা-হলুদ। তাদের গভীরভাবে বিভক্ত করা পুচ্ছ পাখনা রয়েছে।
Distribution in Bangladesh