Scientific Name : Cepora nadina
Family : Pieridae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : এ প্রজাতির প্রজাপতি মিশ্র চিরসবুজ বনে দেখতে পাওয়া যায়।
Description : অগ্র ডানার প্রান্তে এবং উপরের অংশ এবং পশ্চাৎ ডানা সবুজাভ হলুদ। বন কুচিলা পুরুষ প্রজাপতির উপরের দিকে কালো দাগ থাকে। সামনের পাখায় সবুজ-হলুদ এবং কালো আঁশ রয়েছে। অন্যদিকে পিছনের ডানাগুলিতে একটি গাঢ় টার্মিনাল ব্যান্ড দেখায়। স্ত্রীলোকের উপরিভাগ গাঢ় বাদামী-কালো থাকে এবং সাদা দাগ থাকে। নীচের অংশগুলি একই রকম। স্ত্রীদের মধ্যে আরও সীমিত সাদা অংশ রয়েছে। শুষ্ক ঋতুর পুরুষদের পাখায় সরু কালো দাগ থাকে।
Distribution in Bangladesh
References:
description written by:Zarin Tasnim,Department of Zoology,University of Dhaka;information source:IUCN Red List Bangladesh-2015, www.nic.funet.fi;photo credit:soooonchye(www.inaturalist.org/people/soooonchye),photo copyright: iNaturalist. more information please contact with us.