Species Details

@Syed Abbas,Birdwing,Bangladesh

অজানা (Plain Puffin ) Did you see this animal?

Scientific Name : Appias indra
Family : Pieridae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : বনজঙ্গল,উচু ভূমি
 
Description : ভেজা ঋতুতে Plain puffin পুরুষদের উপরের দিকগুলি ধূসর-সাদা থাকে। এদের সামনের ডানায় একটি কালো ব্যান্ড রয়েছে যা একটি বিস্তৃত কালো বহিঃ-প্রান্তিক ব্যান্ডে মিশে গেছে। চূড়ার আগে সাদা দাগ আছে। স্ত্রীদের সামনের ডানায় একটি কেন্দ্রীয় ধূসর-সাদা প্যাচ সহ উপরের দিকে কালো থাকে।
শুষ্ক-মৌসুমের ব্রুডের মধ্যে, পুরুষদের ছোট হয় এবং সামনের ডানায় কালো বাইরের ব্যান্ড থাকে। এতে বড় ঘেরা সাদা দাগ থাকে। পিছনের ডানাগুলি অচিহ্নিত। শুষ্ক ঋতুতে স্ত্রীদের সামনের ডানায় বিস্তৃত ধূসর-সাদা এলাকা এবং পশ্চাৎ ডানায় সাবমার্জিনাল সাদা দাগ থাকে।
ভেজা ও শুষ্ক উভয় ঋতুর নিচের দিকে বিভিন্ন চিহ্ন রয়েছে, যার মধ্যে রয়েছে জিগজ্যাগ ফ্যাসিয়া এবং ডিসকোসেলুলার ডট থাকে।
 
Distribution in Bangladesh
References:
description written by:Zarin Tasnim,Department of Zoology,University of Dhaka;information source:IUCN Red List Bangladesh-2015, www.nic.funet.fi;photo credit & copyright: Syed Abbas,Birdwing,Bangladesh.more information please contact with us.