Species Details

@Jensen, Johnny (www.fishbase.se)

আওর Did you see this animal?

Scientific Name : Sperata aor
Family : Bagridae
Order : Silurifirmes
Class : Actinopterygii
Phylum : Chordata
Other Name : ভাঙাট,তল্লা, আইর
Habitat : নদী,শাখা নদী,খাল,বিল,পুকুর,ডোবা,প্লাবিত মাঠ
 
Description : আইর মাছের একটি প্রসারিত শরীর, একটি মাঝারি আকারের মাথা এবং একটি উপ-প্রান্তীয় মুখের অধিকারী। এই প্রজাতিটির পৃষ্ঠীয়পাশে ডিম্বাকৃতি চোখ রয়েছে। এর দুই জোড়া নাসারন্ধ্র এবং চার জোড়া বারবেল রয়েছে, ম্যাক্সিলারি দাঁত জোড়া পুচ্ছ পাখনার গোড়া পর্যন্ত বিস্তৃত। এর ডোরসাল এবং পেক্টোরাল উভয় পাখনাই একটি শক্ত মেরুদণ্ডের উপস্থিতি প্রকাশ করে। এর ডোরসাল মেরুদণ্ডটি তার পিছনের প্রান্ত বরাবর সূক্ষ্মভাবে দানাদার থাকে। সু-বিকশিত অ্যাডিপোজ পাখনা পুচ্ছ পাখনার কাছে উৎপন্ন হয়। পুচ্ছ পাখনা কাঁটাযুক্ত, উপরের লোবটি নীচের থেকে কিছুটা লম্বা। একটি সম্পূর্ণ পার্শ্বীয় লাইন উপস্থিত। এদের দৈর্ঘ্য ১৮৬ সেন্টিমিটার হতে পারে। মাছটি সাধারণত মিষ্টি জল এবং লোনা জল উভয়েই পাওয়া যায়। প্রজননের সময়, এটি বাসা তৈরি করে এবং তাদের পাহারা দেয়। এরা সাধারণত বর্ষা শুরুর আগে প্রজনন করে।
 
Distribution in Bangladesh
References:
description written by: Razia Sultana Setu, Department of Zoology,Universityof Dhaka; Information sources: IUCN Red List Bangladesh-2015, Encyclopedia of flora and fauna of Bangladesh(volume 23).photo credit and copyright:Jensen, Johnny([email protected]),www.fishbase.se. more information please contact with us.