Species Details

@MSH Sourav (TU Dresden, Germany);

কালাকপাল বনমালি Did you see this animal?

Scientific Name : Sitta cinnamoventris
Family : Sittidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : সকল ধরনের বনাঞ্চলে দেখা যায়
 
Description : কালাকপাল বনমালি একটি ছোট নীলচে পরিযায়ী পাখি যার লাল ঠোঁট রয়েছে।এরা লম্বায় প্রায় ১০সেমি,ওজনে ২৪গ্রাম,পাখা ৮সেমি,ঠোট ২.২ সেমি ,টারসাস ২ সেমি , লেজ ৪.৩ সেমি ।এর বেগুনি-নীল পৃষ্ঠ ।এর গাঢ় অগ্রভাগযুক্ত উড্ডয়নের পালক কালচে নীল।এর মসৃণ কালো কপাল এবং চোখের ওপর থেকে পিছন পর্যন্ত বর্ধিত কালো দাগ।গাল ও গলার সাদা অংশ বাদে সমস্ত অঙ্কীয় ভাগ হালকা হলুদাভ বাদামি।স্ত্রী পাখি চোখের কালচে দাগ বিহিন।উভয় লিঙ্গের পাখির দৃশ্যমান হলুদ চোখের পাতা এবং চোখের চারপাশ,বাদামি অগ্রভাগ ও ওপরের ঠোঁট যুক্ত ভোতা লালচে ঠোঁট ,গোলাপিভাব বাদামি পা,পায়ের পাতা এবং কমলা-হলুদ পায়ের তলা দেখা যায়।এরা পোকা ও শূককীট খেয়ে থাকে।এরা জানুয়ারি-মে মাসে প্রজনন করে ।
 
Distribution in Bangladesh

Species groups

References:
description written by:Sharmin Rahman,Department of Zoology, Jagannath University,Dhaka;information source: Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol-26, iucnredlist.org;Photo credit and copyright:MSH Sourav (TU Dresden, Germany);taxonomic checklist:P. M. Thompson and S. U. Chowdhury (2020). A checklist of birds of Bangladesh.Birds Bangladesh;more information, please contact us.