Species Details

@naturemates

অজানা ( Spot Puffin ) Did you see this animal?

Scientific Name : Appias lalage
Family : Pieridae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : তৃণ ভুমি,বাগান
 
Description : ভেজা ঋতুতে পুরুষ Soft Puffin প্রজাপতির উপরের দিকে ধূসর-সাদা থাকে এবং সামনের ডানায় একটি কালো ব্যান্ড থাকে যা বাঁকানো এবং সাদা দাগ ঘেরাও করে। স্ত্রীদের সামনের ডানায় ধূসর-সাদা প্যাচ সহ উপরের দিকে কালো থাকে।
পুরুষদের শুষ্ক-মৌসুমের ব্রুড ছোট হয় এবং সামনের ডানায় সরু কালো ব্যান্ড থাকে। স্ত্রীদের উপরের দিকে সংযোগ বিচ্ছিন্ন চিহ্ন সহ কালো ব্যান্ড আছে।
পুরুষ এবং মহিলা উভয়েরই চিহ্নের ভিন্নতা সহ একটি মধ্যবর্তী ফর্ম রয়েছে। শুষ্ক-মৌসুমের পুরুষরা ছোট হয় এবং উপরের দিকে কম বিশিষ্ট কালো ব্যান্ড থাকে।
 
Distribution in Bangladesh
References:
description written by:Zarin Tasnim,Department of Zoology,University of Dhaka;information source:IUCN Red List Bangladesh-2015, books.google.com/books?id=cuPPjOMcu_4Cphoto credit:naturemates(www.inaturalist.org/people/naturemates),photo copyright: iNaturalist. more information please contact with us.