Species Details

@

খুদে ডানা ছাতারে Did you see this animal?

Scientific Name : Malacocincla abbotti
Family : Pellorneidae
Order : Passeriformes
Class : Aves
Phylum : Chordata
Habitat : আমাদের চিরসবুজ বনে দেখতে পাওয়া যায়
 
Description : খুদে ডানা ছাতারে একটি কালচে বাদামি পাখি যারা পাতার নিচে লাফিয়ে বেড়ায়।পিঠ ও মাথার পালকের শেষপ্রান্তের গাঢ় রঙ এর মাথা ও পিঠকে আঁশের মতো রুপ দেয়।ধূসর পাখার শেষপ্রান্ত লালচে পাঁড় যুক্ত।ভারতীয় ও মিয়ানমারের উপ-প্রজাতিরেদ পাখার পাঁড় ও পেট কমলা।অন্যান্য খুদেডানা ছাতারের মতো এরাও লাজুক ও নির্জনতা প্রিয়,এরা ঘন জঙ্গলে চড়ে বেড়ায় তবে মাঝে মাঝে বাইরে আসে ।এরা মধ্যম থেকে ঘন জংলে বাস করে মাঝে মাঝে এদের করুন শিশ শুনতে পাওয়া যায়। এই পাখি সাধারণত এর বিস্তৃত পরিসর জুড়ে পাওয়া যায়। এটি বিস্তৃত চিরহরিৎ বন, বনের প্রান্ত এগুলোতে দেখা যায়। এটি একটি মাটিতে বসবাসকারী পাখি যা সাধারণত জোড়ায় পাওয়া যায়। এরা গ্রীষ্মের বর্ষাকালে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রজনন করে। পাম গাছে বা নীচের বৃদ্ধিতে কম বড় কাপ আকৃতির বাসা তৈরি করে। সাধারণ ক্লাচে ৩ থেকে ৫টি ডিম থাকে, যা গাঢ় দাগ এবং লাল রেখা সহ উজ্জ্বল স্যামন রঙ দ্বারা চিহ্নিত করা হয়। বাসাটিতে বিপদের হুমকি পেলে পালিয়ে যায়। তারা এক মৌসুমে একাধিক বার বাচ্চা দিতে পারে।।
 
Distribution in Bangladesh

Species groups