Species Details

@Susan Myers

শিলা কচ্ছপ Did you see this animal?

Scientific Name : Manouria emys
Family : Testudinidae
Order : Testudines
Class : Reptilia
Phylum : Chordata
Other Name : বড় পাহাড়ি কচ্ছপ, মন-দুর
Habitat : পাহাড়ি চিরসবুজ বন
 
Description : শিলা কচ্ছপ এর একটি উঁচু, গম্বুজযুক্ত খোলস থাকে। এটি সাধারণত বাদামী বা কালো রঙের হয়। খোলসের নীচ হলদে বর্ন হয়। তাদের মাথা আকারে বড়। এদের ধারালো নখর সহ শক্তিশালী পা রয়েছে।
এই কচ্ছপ দৈর্ঘ্যে ৬০-৯০ সেন্টিমিটার (২৪-৩৫ ইঞ্চি) পর্যন্ত বাড়তে পারে। এর ওজন ২৫-৩০ কিলোগ্রাম (৫৫-৬৬ পাউন্ড) পর্যন্ত হতে পারে।

এই কাছিম রেইনফরেস্ট, শুষ্ক বন এবং স্ক্রাবল্যান্ড সহ বিভিন্ন বনের আবাসস্থলে পাওয়া যায়।

এই প্রজাতিটি পাতা, ফল এবং ফুল খায়। তারা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে। তারা ভাল পর্বতারোহী এবং সাঁতারু হিসাবে পরিচিত।

এ কচ্ছপকে আবাসস্থল হারানো, শিকার করা এবং অবৈধ পোষা বাণিজ্যের কারণে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের মাংস এবং খোসার জন্য ব্যাপকভাবে শিকার করা হয়।
বাসস্থান সুরক্ষা, শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচী এবং অবৈধ ব্যবসার বিরুদ্ধে আইন প্রয়োগ করে এদের সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে।
 
Distribution in Bangladesh
References:
description written by: Durjoy Raha Antu,Department of Zoology, Jagannath University,Dhaka; information source:Khan 2018 (Photographic guide to the wildlife of Bangladesh). photo credit:Susan Myers(www.inaturalist.org/people/Susan Myers), photo copyright: iNaturalist. more information please contact with us.