Species Details

@Syed Abbas,Birdwing,Bangladesh

বিন্তি Did you see this animal?

Scientific Name : Vanessa cardui
Family : Nymphalidae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : পাহাড়,সমভূমি
 
Description : বিন্তি প্রজাপতির অ্যান্টেনা উপরে কালো আর নিচে লালচে রঙের হয়।ডানার উপর পাশ গাঢ় লালচে বর্ণের। এর গোড়ার রং জলপাই বাদামি।অগ্র ডানার প্রান্ত কালো এবং কিছু সাদা-কালো চিহ্ন আর রেখা থাকে।পশ্চাৎ ডানায় কিছু কালো চিহ্ন আছে।অগ্র ডানা উপরের মত নিচেও লালচে বর্ণের দেখায়। পশ্চাৎ ডানা জলপাই বাদামি বর্ণের হয়। অগ্র ডানায় সাদা-কালো চিহ্ন,রেখা আর অনিয়মিত পট্টি আছে।পশ্চাৎ ডানায় চোখের মতো দেখতে চিহ্ন পাওয়া যায়।
 
Distribution in Bangladesh
References:
description written by:Shahtaj Islam Sakaal,Department of Zoology,University of Dhaka;information source:IUCN Red List Bangladesh-2015, Lepidoptera Indica. Vol. IV. London: Lovell Reeve and Co. pp. 105–107.photo credit & copyright: Syed Abbasmore information please contact with us.