Species Details

@Syed Abbas,Birdwing,Bangladesh

অজানা (Fluffy Tit) Did you see this animal?

Scientific Name : Zeltus amasa
Family : Lycaenidae
Order : Lepidoptera
Class : Insecta
Phylum : Arthropoda
Habitat : বনজঙ্গল,ঝোপঝাড়
 
Description : ছোট আকারের প্রজাপতি।এ প্রজাপতির ডানার ব্যাপ্তি ২৮-৩২ মি.মি. হয়ে থাকে।অগ্র ডানা কালচে পুরুষ প্রজাপতিতে এবং গাঢ় বাদামী স্ত্রী প্রজাপতিতে। এদের ডানার বিস্তার কম, আকারে ছোট। এর স্বতন্ত্র বৈশিষ্ট্য হল একটি লম্বা, তুলতুলে লেজ আছে যা সহজে সনাক্তকরণে সাহায্য কর৩। পুরুষ এর সামনের ডানা কালো নীল রঙের বেসাল অংশের সাথে থাকে। আর স্ত্রীদের সামনের ডানা গাঢ় বাদামী দেখায়। পুরুষদের ক্ষেত্রে, পিছনের ডানাগুলি একটি কালো শীর্ষের সাথে ফ্যাকাশে নীল হয়। উল্লেখযোগ্যভাবে, Zeltus amasa তার মাথা থেকে মনোযোগ সরানোর জন্য তার পিছনের ডানাগুলিতে ছদ্ম চোখ, পা এবং অ্যান্টেনা ব্যবহার করে। এটি এমন একটি কৌশল ব্যবহার করে আক্রমণের সময় অপ্রত্যাশিতভাবে তার উড়ানের দিক পরিবর্তন করে।
 
Distribution in Bangladesh
References:
description written by:Razia Sultana Setu,Department of Zoology,University of Dhaka;information source:IUCN Red List Bangladesh-2015, Wynter-Blyth, M.A. 1957. Butterflies of the Indian Region (First ed.). Bombay: The Bombay Natural History Society.photo credit & copyright: Syed Abbasmore information please contact with us.