Species Details

@Travis Jarrell

ভারতীয় এন্টিলোপ Did you see this animal?

Scientific Name : Antilope cervicapra
Family : Bovidae
Order : Cetartiodactyla
Class : Mammalia
Phylum : Chordata
Habitat : বনভূমি,তৃণভূমি,মরূভূমি
 
Description : ভারতীয় এন্টিলোপ এর চকচকে কালো পশম থাকে। পুরুষদের লম্বা বাঁকানো শিং থাকে। স্ত্রীরা আকারে ছোট হয়। এদের শিং নেই।

এরা মাঝারি আকারের। পুরুষরা সাধারণত ৭০-৮৫ সেন্টিমিটার।এদের ওজন ২৫ থেকে ৪০ কেজি হয়। স্ত্রীরা প্রায় ৬০-৭০ সেন্টিমিটার। এদের ওজন ২০ থেকে ৩০ কেজি হয়।

তারা উন্মুক্ত তৃণভূমি, স্ক্রাবল্যান্ড এবং শুষ্ক সমভূমিতে বাস করে। সেখানে তারা ঘাস ও ঝোপঝাড়ের উপর চড়তে পারে।

এরা উচ্চ-গতিতে দৌড়াতে পারে। শিকারীদের তাড়া খেলে এরা পালাতে ৮০ কিমি/ঘন্টা (৫০ মাইল) পর্যন্ত গতিতে দৌড়াতে পারে। এছাড়াও তারা সামাজিক প্রাণী। স্ত্রী এবং তাদের বাচ্চাদের সাথে পশুপাল গঠন করে।

এরা মূলত তৃণভোজী, ঘাস এবং পাতা খায়।

আবাসস্থল হারানো, তাদের মাংস ও শিং এর জন্য শিকার ইত্যাদি কারণে তাদের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে।তাদের জনসংখ্যা যেন হ্রাস না পায় সেজন্য আমাদের সচেতন হতে হবে।
 
References:
description written by:Asad U. Tanvir,Department of Zoology,Jagannath University,Dhaka; reviewed by:Muntasir Akash,Department of Zoology,University of Dhaka;Taxonomic Checklist:Red List of Bangladesh Volume 2: Mammals, 2015, IUCN; information sources:wikipedia,iucnredlist.org; photo credit:Travis Jarrell(www.inaturalist.org/people/prashanthmb), photo copyright: iNaturalist.more information please contact with us.