@Roxani Naasan Aga Spyridopoulou ( inaturalist.org )
Scientific Name : Hymenocephalus italicus
Family : Macrouridae
Order : Gadiformes
Class : Actinopterygii
Phylum : Chrodata
Habitat : গভীর সমুদ্রের তলদেশ।
Description : এসব লেইযযা জাতীয় মাছের মধ্যশরীর সংকুচিত এবং খাটো হয়।সংকুচিত মাথা এক স্বচ্ছ ঝিল্লি দ্বারা আবৃত থাকে।পুচ্ছ পাখনাবিহীন লেজ দৃঢ়ভাবে সম্প্রসারিত থাকে যা লেজের পেছনের দিকে সরু হয়ে গিয়েছে।আঁশের উন্মুক্ত ক্ষেত্র সাধারণত স্পিনুলস দ্বারা আবৃত থাকে এবং একটি লেন্সের মতো আকৃতি মলদ্বার ও বুকের কাছে বিদ্যমান থাকে।শরীরের রঙ হাল্কা রূপালী বর্ণের হয়ে থাকে।