Species Details

@sankarkdas77 (iNaturalist user)

দুধরাজ সাপ Did you see this animal?

Scientific Name : Coelognathus radiatus
Family : Colubridae
Order : Squamata
Class : Reptilia
Phylum : Chordata
Habitat : গবাদিপশুর কাছাকাছি,শস্যক্ষেত,বসত বাড়ি,বন জঙ্গল
 
Description : এটি অপেক্ষাকৃত ছোট প্রজাতি। এদের গড় দৈর্ঘ্য ২-৩ ফুট (৬০-৯০ সেমি) পর্যন্ত বৃদ্ধি পায়।
এর রঙ এর অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে এটির সাধারণত একটি বাদামী বা ধূসর পটভূমির রঙ থাকে যার সাথে কালো স্ট্রাইপ বা ব্যান্ডগুলি এর শরীরের নিচে চলে যায়। পেট সাধারণত হালকা রঙের হয়, যেমন হলুদ বা ক্রিম। এরা দিনের সময় সক্রিয়। এটি গাছে তার বেশিরভাগ সময় ব্যয় করে।
এর খাদ্যে প্রধানত ছোট ইঁদুর, পাখি এবং টিকটিকি রয়েছে।
এদের বনাঞ্চলে পাওয়া যায়।
এরা ডিম পাড়ে। স্ত্রীরা সাধারণত প্রতি ক্লাচে ৪-১২টি ডিম পাড়ে। প্রায় দুই মাস ইনকিউবেশন পিরিয়ডের পর ডিম থেকে বের হয়।
এদের ন্যূনতম উদ্বেগের একটি প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়।
 
Distribution in Bangladesh
References:
description written by: Razia Sultana Setu,Department of Zoology,University of Dhaka ; information source:Wikipedia, IUCN Red List Bangladesh Volume-4 2015; photo credit and copyright:sankarkdas77 (iNaturalist user).more information please contact with us.