Species Details

@maiochiou

Scotophilus kuhlii

ছোট হলদে চামচিকা Did you see this animal?

Scientific Name : Scotophilus kuhlii
Family : Vespertilionidae
Order : Chiroptera
Class : Mammalia
Phylum : Chordata
Habitat : বনভূমি,ঝোপ-ঝাড়,মরুভূমি।
 
Description : ছোট হলদে চামচিকা এর ডানা প্রায় ২৫-৩০ সেমি (১০-১২ ইঞ্চি)।

এই বাদুড়গুলির পিঠে হলুদ-বাদামী পশম এবং নীচের দিকে হালকা পশম থাকে। তাদের বড়, সূক্ষ্ম কান এবং একটি প্রশস্ত নাক রয়েছে।

এ বাদুড় কীটনাশক। তারা মশা এবং মথের মতো পোকামাকড় খায়।

এই বাদুড়গুলি বন, গুহা এবং শহরাঞ্চল সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়।

এ বাদুড়গুলি সামাজিক প্রাণী। কয়েকশ বাদুড নিয়ে দল গঠিত হতে পারে। এরা নিশাচর। রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তখন তারা খাবারের জন্য তাদের স্থল ছেড়ে যায়।

স্ত্রীরা একবারে এক বা দুটি সন্তানের জন্ম দেয়। বাচ্চাদের দুধ ছাড়ানোর আগে কয়েক মাস ধরে দুধ খাওয়ায়।

এ বাদুড়গুলি বর্তমানে সংকটাপন্ন নয়। তারা বাসস্থানের ক্ষতি, কৃষি এলাকায় কীটনাশক ব্যবহারের দ্বারা প্রভাবিত হতে পারে।
এদের সংরক্ষণে আমাদের সচেতন হতে হবে।
 
Distribution in Bangladesh
References:
description written by:Asad U. Tanvir,Department of Zoology,Jagannath University,Dhaka; reviewed by:Muntasir Akash,Department of Zoology,University of Dhaka;Taxonomic Checklist:Red List of Bangladesh Volume 2: Mammals, 2015, IUCN; information sources:iucnredlist.org,Khan 2018 (Photographic guide to the wildlife of Bangladesh), photo credit:maiochiou(www.inaturalist.org/people/thrashchang), photo copyright: iNaturalist.more information please contact with us.