Scientific Name : Rucervus duvaucelii
Family : Cervidae
Order : Cetartiodactyla
Class : Mammalia
Phylum : Chordata
Habitat : বনভূমি, উষ্ম অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমি,তৃণভূমি,অভ্যন্তরীণ জলাশয়।
Description : বারশিঙ্গা এশিয়ার বৃহত্তম হরিণ প্রজাতির মধ্যে একটি। পুরুষদের ওজন সাধারণত ১৭০ থেকে ২৮০ কেজি (৩৭৫ থেকে ৬১৫ পাউন্ড)। স্ত্রীদের ১৩০ থেকে ১৪৫ কেজি (২৮৫ থেকে ৩২০ পাউন্ড) এর মধ্যে হয়।
তাদের একটি হালকা বাদামী পশমের আবরণ আছে। এটি গ্রীষ্মে লালচে-বাদামী এবং শীতকালে ধূসর-বাদামী হয়ে যায়। তাদের পিঠ কালো ডোরা কাটা। পুরুষদের শিং আছে। এটি ১.২ মিটার (৪ ফুট) পর্যন্ত লম্বা হতে পারে।
হরিণগুলি জলাভূমি এবং নদীর প্লাবনভূমিতে পাওয়া যায়।
তাদের খাদ্যের মধ্যে রয়েছে ঘাস, পাতা, ফল এবং ফুল।
একটি পালে ২০টি হরিণ পাওয়া যায়। পুরুষরা সাধারণত একাকী থাকে। সঙ্গমের মরসুমে তারা সঙ্গমের জন্য স্ত্রীদের সন্ধান করে।
আবাসস্থল হ্রাস এবং বিভক্তকরণ, চোরাচালান এবং গৃহপালিত পশু হিসেবে বিক্রির কারণে এটি ঝুঁকিপূর্ণ প্রজাতি হিসাবে তালিকাভুক্ত হয়েছে। বাসস্থান পুনরুদ্ধার, শিকার বিরোধী ব্যবস্থা ইত্যাদি পদক্ষেপ নিতে হবে।
References:
description written by:Asad U. Tanvir,Department of Zoology,Jagannath University,Dhaka; reviewed by:Muntasir Akash,Department of Zoology,University of Dhaka;Taxonomic Checklist:Red List of Bangladesh Volume 2: Mammals, 2015, IUCN; information sources:wikipedia,iucnredlist.org; photo credit:Dany Sloan(www.inaturalist.org/people/ygurjar), photo copyright: iNaturalist.more information please contact with us.