Species Details

@Randall, John E.

Did you see this animal?

Scientific Name : Mugil cephalus
Family : Mugilidae
Order : Mugiliformes
Class : Actinopterygii
Phylum : Chrodata
Habitat : সামুদ্রিক,মিঠা জল এবং ঝোলা জল।
 
Description : Mugil cephalus মাছের পিছনে জলপাই-সবুজ বর্ণ রয়েছে। এদের পাশে থেকে রূপালী দাগ পেটের দিকে সাদা হয়ে যায়। এর ছয় থেকে সাতটি পার্শ্বীয় অনুভূমিক স্ট্রাইপ দেখা যায়। এদের ঠোঁট পাতলা এবং কোন পার্শ্বীয় রেখা নেই। সাধারণত দৈর্ঘ্যে প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়। এটি ১০০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে এবং ওজন আট কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এই প্রজাতিটি গ্রীষ্মমন্ডলীয়, উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চল জুড়ে উপকূলীয় জলে বাস করে, ০ থেকে ১২০ মিটার গভীরতায় লোনা এবং সামুদ্রিক পানিতে থাকে যার তাপমাত্রা ৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। প্রজাতির ভিতর প্রস্থচ্ছেদে সিলিন্ড্রিকাল এবং হাল্কা সংকুচিত শরীর বিদ্যমান থাকে। এদের মাথা চওড়া এবং চ্যাপ্টা আকৃতির হয় আর পাখনাগুলতে হলুদাভ বর্ন দেখা যায়।
 
References:
description written by: Hajbun Tasnim Preety, Department of Zoology,Universityof Dhaka; Information sources: Harrison, I.J., 1995. Mugilidae. Lisas. p. 1293-1298. In W. Fischer, F. Krupp, W. Schneider, C. Sommer, K.E. Carpenter and V. Niem (eds.) Guia FAO para Identification de Especies para lo Fines de la Pesca. Pacifico Centro-Oriental. 3 Vols. FAO, Rome. photo credit and copyright:Randall, John E.([email protected]), more information please contact with us.www.fishbase.se